প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2025 ইং
বন্দরে গ্যাস লাইনে পাইপে পানির জমাটের কারনে দূর্ভোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে জনদূর্ভোগের অন্ত নেই। বাধ্য হয়ে রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন অনেকে।সিলিন্ডার কেনার বাড়তি খরচ বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এতে মানুষের মধ্যে অভিযোগ এবং অসন্তোষও বাড়ছে।
সোমবার সকালে বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ ও তিতাস গ্যাসের প্রকৌশলী টিমের সদস্য ত্রিবেনী পুল এলাকা পরিদর্শন করে গ্যাস সরবরাহে বন্ধে প্রধান সমস্যা নির্ধারণ করেন।
এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, টানা বৃষ্টি কারণে এনায়েত নগর ত্রিবেনী পুলের নিচে তিতাস গ্যাসে মেইন পাইপে পানি জমে যাওয়ায় এমনটি হয়েছে।
এ সময় আগামী ২/৩ দিনের মধ্যে গ্যাসের মেইন পাইপ পানি নিষ্কাশন ও ত্রিবেনী পুলের উপর দিয়ে নতুন পাইপ সংযোজন করে সমস্যা সমাধানে আশ্বাস দেন।
সরেজমিনে জানা যায়, ত্রিবেনী পুলের নিচে পানি গ্যাসের মেইন পাইপ পানি জমাটের কারণে গ্যাসহীন ত্রিবেনী পুল, কেল্লা, সোনাকান্দা, এনায়েতনগর, হাজীগঞ্জ, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, ফরাজিকান্দা, মদনগঞ্জ, ইসলাপুর, কলাগাছিয়া সহ একাধিক এলাকা। টানা বৃষ্টি কারণে এনায়েত নগর ত্রিবেনী পুলের নিচে তিতাস গ্যাসে মেইন পাইপে পানি জমে যাওয়ায় এমনটি হয়েছে। বন্দর ত্রিবেণী ব্রিজ হতে কলাগাছিয়া ইউনিয়ন পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার জুড়ে তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন ছিল। প্রধান পাইপে পানি জমাটের কারণে বাসা বাড়িতে গ্যাস সরবরাহে বন্ধ রয়েছে।
এনায়েত নগরের এক বাসিন্দা বলেন, গ্যাস ছাড়া কিভাবে মানুষ থাকে বলেন। আগে তো চুলায় রান্না বসালে দেখা যায় অর্ধেক রান্না হতেই গ্যাস নেই। বাধ্য হয়ে বিদ্যুতের হিটারে রান্না করি। বিদ্যুতে রান্না করলে খরচ বেশি হয়৷ আর এখন তো গ্যাসই থাকে না। নিয়মিত গ্যাস থাকলে এ বাড়তি খরচ হতো না৷
বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ জানান, বন্দর ত্রিবেণী ব্রিজ হতে কলাগাছিয়া ইউনিয়ন পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার জুড়ে তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন ছিল। প্রধান পাইপে পানি জমাটের কারণে বাসা বাড়িতে গ্যাস সরবরাহে বন্ধ রয়েছে। দ্রুত সময়ে সমস্যা সমাধান করার লক্ষ্যে সোমবার তিতাস গ্যাসের প্রকৌশলীর নেতৃত্বে টিম পরিদর্শন করেছেন। তারা গ্যাস সরবরাহে বন্ধের কারণ সনাক্ত করেছেন। আগামী ২/৩ দিনের মধ্যে পানি নিষ্কাশন করে গ্যাস সরবরাহ করা হবে। তাই সকলকে একটু ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট